ট্রাস্টেড কনটাক্টস নির্ধারণের ক্ষেত্রে খুব সাবধান!
২০১১’তে সীমিতভাবে পরীক্ষামূলক পর্যায়ে চালু হয়েছিল ট্রাস্টেড কন্টাক্টস ফিচার। আর গতকাল এটি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। এর মাধ্যমে আপনি আপনার ফেসবুক একাউন্টের এক্সেস হারালেও বিশ্বস্ত বন্ধুদের সাহায্যে তা উদ্ধার করতে পারবেন। এক্ষেত্রে ফেসবুক সিক্যুরিটি অপশনে গিয়ে আপনার তিন থেকে পাঁচজন কাছের বন্ধুকে ট্রাস্টেড লিস্টে যোগ করতে পারেন।
এরপর ভবিষ্যতে যদি কখনো আপনার পাসওয়ার্ড ভুলে যান বা লগইন ক্রেডিনশিয়াল বেহাত হয়ে যায় তখন সেসব বন্ধুদের সহায়তা নিয়ে একাউন্ট রিকভার করতে পারবেন। সেক্ষেত্রে হ্যাকার যদি আপনার একাউন্টের ইমেইল এড্রেস এবং এমনকি ফোন নম্বরও পরিবর্তন করে ফেলে তাহলে ফেসবুক লগইন পেজে রিকভারি অপশনে ইমেইল ও ফোন নম্বরের জন্য “নো লংগার এক্সেস টু দেস” ক্লিক করুন। এরপর নির্দেশনা অনুযায়ী নতুন কনটাক্ট ইমেইল এড্রেস এন্টার করুন এবং আপনার ট্রাস্ট লিস্টেড বন্ধুদের নিকট কোড সেন্ড করুন। সবশেষে উক্ত কোডসমূহ সংগ্রহ করে পুনরায় একাউন্ট এক্সেস ফিরিয়ে আনুন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন